BlogBokani || ব্লগবকানি || Priyam Sengupta
- Saayan Sarkar
- Apr 11, 2024
- 1 min read

'পরিস্থিতির সুতোকে আমি কাটি 'উপেক্ষা' আর 'ধৈর্যের' ব্লেডে। হাতের পুতুলমানুষ তো নিমিত্তমাত্র।
তাই পাঞ্জা লড়তেই যদি হয়, পরিস্থিতির সাথেই টেবিলে সামনাসামনি বসব। যতদিন না বসছি, ততদিন পুতুলমানুষদের পাতি উপেক্ষাই দেব। ততদিন তারা উড়ুক, গল্প রটাক।
উপেক্ষার চেয়ে রাজকীয় আর কীই বা আছে? আর ততদিন, সুতো ছাড়ো হে জীবন সুতো ছাড়ো। দু'দিন বই তো নয়, হেসেখেলে নাও।'
'ব্লগবকানি' নিতান্তই ব্যক্তিগত কথন। দুই মলাটে তা পড়ার পরে যদি কেউ তার সঙ্গে নিজের সাযুজ্য পান, তাহলে দেখা করবেন।
আপনার সঙ্গে আমার কথা আছে।"
এই বই নিয়ে আমরা আর কিচ্ছু বলবো না। ওপরের লেখাটা নেওয়া লেখকের দেওয়াল থেকে। আমরা চাই বাকিটা আপনারা বইটা নিয়েই পড়ুন।
Comments