top of page

একটা গোলাপী আলো রুমটার চারিদিকে ভরে আছে। উত্তর পশ্চিমের জানালায় একটা সাদা পর্দা দেওয়া। সেটা ভেদ করে বাইরের রাস্তার হলুদ আলোও চুরি করে প্রবেশ করছে রুমের মধ্যে। কিন্তু দুটো আলোই বেশ ঘোলাটে। ঘরের মধ্যে যেন একটা হাল্কা কুয়াশার পর্দা আকাশ থেকে সিলিং ভেদ করে নেমে এসেছে। আর তাতে ঘরের মধ্যে আরো যেন আবছায়ার সৃষ্টি হয়েছে। টেবিলের কাছের চেয়ারের উপর কিসের যেন একটা ছায়া। ছায়াটা এবার আস্তে আস্তে উঠে দাঁড়ায়।
ছায়াটা একবার খাটের দিকে তাকায়। খাটের উপর কেউ একজন শুয়ে আছে। তার পা থেকে বুক অব্দি একটা সাদা চাদর। দেহটা কি মৃত? না মনে হয়। ওই তো বুকের উপর মৃদু উত্থান পতন দেখা যাচ্ছে।
ছায়াটা খাটের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। তারপর খাটের উপর উঠে সেই দেহটার উপর চেপে বসে। তার নিচের দেহটা এবার ছটফট করছে। প্রাণপণে উঠে বসার চেষ্টা করছে। 

একটু বাতাসের জন্য, একটু প্রশ্বাসের জন্যে খাবি খাচ্ছে।

কিন্তু তার উপর বসে থাকা সেই ছায়ার কোন বিকার নেই। তার দুটো হাত এবার ধীরে ধীরে নীচে চাপা থাকা মানুষটার গলা লক্ষ্য করে নেমে আসছে। 
বিভৎস দুটো হাত। তাতে চামড়ার কোনো নামগন্ধ অব্দি নেই। গোলাপী রঙের মাংস পেশী ভেদ করে রক্তের কতগুলো ধারা নেমে আসছে। 

আর তার সাথে দমবন্ধ করা উৎকট গন্ধ। যেন মনে হচ্ছে সেই ছায়ার সমস্ত দেহ গলে পচে যাচ্ছে। মনে হচ্ছে যেন সদ্য মর্গ থেকে একটা পচা গলা দেহ উঠে এসেছে বুকের উপর।

হাতদুটো এবার প্রায় গলার কাছে। আস্তে আস্তে গলায় হাতটা চেপে বসলো। চাপ বাড়ছে। নীচের মানুষটার চোখদুটো বিস্ফারিত। যেন মনে হচ্ছে যে কোন মুহুর্তে সেটা ফেটে বেরিয়ে আসবে।

কিন্তু মানুষটা কে !

 সায়ন !

 #সৌরভ_আঢ্য- র কলমে আসছে #খোলস

kholos || খোলস ||

SKU: 002
₹350.00 Regular Price
₹265.00Sale Price
  • PUBLISHER

    Khoai

    YEAR OF PUBLICATION

    2023

    AUTHOR

    সৌরভ আঢ্য

Related Products