মৃণাল সেন ভারতীয় সিনেমার আইকোনোক্লাস্ট। কালাপাহারের মতই চলচ্চিত্রের প্রচলিত প্রথাকে সিনেমার প্রয়োজনেই তিনি বার বার ভাঙেন। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে দশকে দশকে বদলান তিনি। বদলায় তাঁর সিনেমার ভাষা। তিনিই তো ভারতীয় নবতরঙ্গের তিনি কখনও সরাসরি রাজনৈতিক চলচ্চিত্রকার, কখনও আবার সিনেমায় নিজের আত্মবিশ্লেষণে মগ্ন। নিজেকে তিনি বলেন প্রাইভেট মার্কসিস্ট। সমঝোতায় বিশ্বাস করেন না। নিজ দেশেই একাধারে নন্দিত ও নিন্দিত। তাঁর মৃত্যুর পর এহেন মৃণাল সেনকে নানা দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা। তাঁর প্রথম ছবি রাতভোর থেকে শেষ ছবি 'আমার ভুবন' নিয়ে নানা আলোচনা। মৃনালের ব্যক্তিগত জীবন, তাঁর সমকাল, তাঁর রাজনৈতিক অবস্থান, ছবি নিয়ে তাঁর ভাবনা, সত্যজিতের সঙ্গে ডিসকোর্স, আমৃত্যু মেরুদন্ড সোজা করে বেঁচে থাকা এই সব কিছু নিয়েই এই গ্রন্থ। মৃণাল সেনের বহুকৌণিক প্রতিভার মূল্যায়ন।
PADATIK MRINAL SEN | পদাতিক মৃণাল সেন
Type of Product Physical Publisher list Khori Prakashani Languages Bengali Binding Hardbound Editorial Chandi Mukhopadhyay Publishing Year 2019 Pages/Sheets 250