সুলুকপুর গ্রামটা কলকাতা থেকে বেশ খানিকটা দূরে l সেই অখ্যাত ও ছোট গ্রামটাতেই আছে এক ভাঙা চোরা বহু পুরোনো মন্দির l কথিত আছে এ মন্দির নাকি শতাব্দীপ্রাচীন , রাণী পদ্মাবতীর আমলে নাকি তৈরী হয়েছিল এ মন্দির l
যুগের পর যুগ ধরে এ মন্দির ঘিরে আবর্তিত হতে থাকে নানা কিংবদন্তি l প্রচলিত মিথের সূত্র ধরেই গ্রামের লোকেরা মনে করেন ও মন্দিরে ঘুমন্ত আছে এক পিশাচ শক্তি , তাই রাতের অন্ধকারে কেউ ঐদিকে যাতায়াত করেন না l
ইতিহাসের অধ্যাপক সৃজিত কুমার সামন্ত তার ছাত্রদের নিয়ে এসে উপস্থিত হলেন সুলুকপুর গ্রামে l উদ্দেশ্য ওই মন্দির নিয়ে রিসার্চ করা l ওই মন্দিরের বিষয়ে ছাত্রদের ইন্টারেস্ট জাগিয়ে তোলা l কিন্তু পড়ুয়াদের দল আসার পর থেকেই শুরু হল এক বীভৎস বিপদ l একের পর এক ঘটতে থাকলো রহস্যজনক মৃত্যু l প্রমাদ গুনলেন গ্রামবাসীরা l তারা বললেন শহুরে ছেলেমেয়েদের কোন ভুলেই জেগে উঠেছে মন্দিরে ঘুমন্ত বর্ষপ্রাচীন পিশাচশক্তি l সেই মারছে মানুষ একের পর এক l
সত্যিই কী তাই ? মনোবিদ মেঘনা চৌধুরী ঘটনাচক্রে এসে পৌঁছলেন সুলুকপুর l সাথে তার সহকারী বন্ধু আর্য্য l ওরা দুজন কী পারবে এই পিশাচ রহস্য ভেদ করতে ? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই এগিয়ে চলে টানটান এই সাইকোথ্রিলারের প্রতিটা অধ্যায় l
বই -পদ্মাবতী ও পিশাচ রহস্য
লেখক -পল্লবী সেনগুপ্ত
Padmabati O Pisach Rahashya || পদ্মাবতী ও পিশাচ রহস্য || Pallabi Sengupta
Book - পদ্মাবতী ও পিশাচ রহস্য
Author - পল্লবী সেনগুপ্ত
Binding - Hardcover
Publishing Date - 2024
Publisher - Basak Book Store
প্রচ্ছদ ও অলংকরণ Language - Bengali