তাঁকে নিয়ে বাঙালির চায়ের কাপে আজও তুফান ওঠে... তাঁর বর্ণময় জীবন, উত্থান, সোশ্যাল স্ক্যান্ডাল, মৃত্যু সব আজকেও সিনেমাপ্রেমী বাঙালির আলোচনার কেন্দ্রে, তাঁকে নিয়ে আলোচনা করতেও উৎসাহী অনেকেই, যা লেখিকা প্রমান পেয়েছেন বহুবার গত তিন বছরে বইটি নিয়ে কাজ করার সময়। অথচ অদ্ভুত ভাবে এরা কেউ চাননা তাঁদের নাম প্রকাশ্যে আসুক। আমাদের মনে বেশ কিছু প্রশ্ন জেগেছিল....যেগুলোকে ধরে একটা অন্য আঙ্গিকে এগোনো হয়েছে এই সুবিশাল উপন্যাসে....তার কিছুটা, অল্প কিছুটা তুলে ধরা হল নিচে...কিন্তু এটা শ