বইয়ের প্রচ্ছদ দেখে বুঝতেই পারছেন, বাজারে এত এত ভূতের বইয়ের মধ্যে আবারও সংযোজন হতে চলেছে আর একখানা বই। হ্যাঁ , ওই বইগুলোর মতই এই বইতেও লেখা আছে, কয়েকটা ভূতের গল্প আর তার সঙ্গে জুড়েছে অলৌকিক গল্প। বইটি যখন হাতে নিয়ে দেখছেন, তখন ধরে নেওয়া যেতেই পারে, সকলের মত আপনার জীবনেও নিশ্চয়ই কোন ত্রাস আছে। যা আপনাকে তাড়া করে বেড়ায়। যাকে আপনি এড়িয়ে চলতে চান। কিন্তু শত চেষ্টা করলেও আপনার ঘুমের ঘোরে বা অবচেতনে সেই ত্রাস নানা অবয়বে ভেসে ওঠে অলীক জগতে। ত্রাস থেকে দূরে পালানো কি অতই