#SlamDunk মূল্য: ২৭৫ টাকা প্রকাশক: Smell of Books Publication বাস্কেটবল নিয়ে বই? বাঙলা ভাষায়? খায় না মাথায় দেয়? আজ্ঞে ইতিহাসের পাতায় দেওয়া উচিৎ ছিল। হয়নি। তাই একটা জীবন ছুঁই ছুঁই ‘গাঁজাখুরি’ গপ্পো ফাঁদতে হল। দু’ড্রপের ড্রিবল, টু-পয়েন্টার, থ্রি-পয়েন্টার মিলিয়ে হাওয়ায় হাওয়ায় খেলা। তারই একজন কোচ আর একজন প্লেয়ার গল্পের মুখ্য চরিত্রে। খেলার গল্প মানেই তো তাই! নিশ্চয়ই একটা আদ্যন্ত কিশোরপাঠ্য ক্রীড়া-উপন্যাস? কিন্তু লালন সাঁই যে বলেছেন ‘হাওয়ার খেলা’ আরেক অর্থে জীবন। জীবনের কি আর ছো