সীমান্তবর্তী এক গ্রাম, অথচ যার মানচিত্রে কোন উল্লেখ নেই।গ্রামের বাসিন্দাদের কেমন যেন অদ্ভুত,বিকৃত দেখতে।সেখানে ভ্লগিং করতে গিয়ে নিখোঁজ হলো একদল ছেলেমেয়ে। সুপ্রাচীন এক সুমেরীয় অপদেবী,যাঁর নৈবেদ্য ফলমূল মিষ্টান্ন নয়,নরম তুলতুলে মানব মাংস। রক্তচন্দ্রের রাতে জন্ম নেওয়া অদ্ভুত এক ছেলে,যে জন্মের পরেই ক্ষুধার জ্বালায় আহত করেছিল তার জন্মদাত্রীকে, এখনও চন্দ্রগ্রহণের সময় তাকে পেট পুরে খেতে না দিলে সে যে কোনো কিছু গ্রাস করে নিতে পারে, কিংবা যে কোন কাউকে! সাঁওতালদের কুঞ্জের দেবী