‘অনিষিদ্ধ।’ প্রথমেই বলি, শুধু এই শব্দটাই কেন? নিষিদ্ধ বলতে আমরা কী বুঝি? যা করতে, খেতে, বলতে, যাপন করতে, হতে নিষেধ করা হয়, তা-ই তো নিষিদ্ধ। কিন্তু যখন দৃষ্টিকোণ বদলে যায়, বদলে যায় স্থান-কাল-পাত্র, তখনই কি সেই নিষিদ্ধ বিষয়ই ‘অনিষিদ্ধ’ হয়ে ওঠে না!ধরুন, তালিবান শাসন চলা আফগানিস্থানে গান একেবারে নিষিদ্ধ বিষয়। কিন্তু সেটাই যখন ভারতবর্ষের বুকে বসে কেউ গাইবে, সেটাই হয়ে উঠবে সুরের সাধনা। অর্থাৎ, স্থানভেদে কিন্তু নিষিদ্ধ বিষয়ও অনিশিদ্ধ হয়ে ওঠে।আমাদের অনিষিদ্ধ প্রথম খণ্ড যখন প্রকাশিত হ