#হাতুড়েহারু গোপালপুর, পশ্চিমবঙ্গের এক আধা মফস্বল আধা শহুরে জায়গা। তা এই গোপালপুরে উদয় হয়েছে এক অদ্ভুত সিরিয়াল কিলারের। একের পর এক হয়ে যাওয়া এই বীভৎস খুনগুলিতে, খুনি হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়ে মেরে ফেলেছে ভিকটিমদের। কিন্তু ঠিক কারা এই খুনীর শিকার?? তারা কি এমন লোক যাদের আপনার হাতে একটি হাতুড়ি থাকলে আপনিও মারতে চাইতেন?? কে এই হাতুড়ে হারু? তাকে কি ধরতে পারবেন ইন্সপেক্টর চয়ন? নাকি... প্রত্যেকের প্রতিবাদের একটি নিজস্ব ভাষা থাকে। হাতুড়ে হারুর ক্ষেত্রে সেটা একটা হাতুড়ি