অলৌকিক, ভূতপ্রেতের প্রতি মানুষের রয়েছে চিরন্তন কৌতূহল। তাদের ছায়া ছায়াকুহেলিকাময় জগৎ সবসময় মরীচিকার মতোই হাতছানি দেয়। মনের গহিন অন্তরমহলে সেই জগতের জন্য ভয় জমা করতে সে ভালোবাসে; ভয় পেতে ভালোবাসে। তবে অলৌকিকের মধ্যেই লুকিয়ে থাকে লৌকিক। আবার অনেকসময় এই অলৌকিক বা পরপারের গল্পই আমাদের শিখিয়ে দিয়ে যায় জীবনের পাঠ। আমাদের বুঝিয়ে দেয় জীবনের মূল্য।দুই মলাটের বাঁধনে বন্দি সেরকমই অতিলৌকিক দশটি গল্প আপনাদের স্বাগত জানায় তাদের জগতে। সেই জগৎ ভয়ের নাকি রোমাঞ্চের; মৃত্যুর না