আপনারা আই বল ক্যান্ডি খেয়েছেন কখনও? বাইরে থেকে দেখলে বীভৎস লাগে। মনে হয় একটা মানুষের চোখ খুবলে বেরিয়ে এসেছে। অথচ প্লাস্টিকের মোড়ক খুললেই পুরো সাদা জিনিস যেটা মুখে দিলেই টক মিষ্টি নরম ক্যান্ডির স্বাদ। ভাবছেন এত বাজে কথা কেন লিখছি ? লিখছি কারণ বইটাও তেমনি।সব কাহিনী কাল্পনিক নয় - এর পাঁচটি গল্পের মধ্যেও ব্যাপারটা তাই। বাইরে কল্পনার আলতো নরম ঢাকাচাপা আর ভিতরে কারোর জীবনের ভয়ানক অভিজ্ঞতা। প্রতিটা গল্পের আলাদা স্বাদ, সেই স্বাদের আলাদা কাহিনী। যেন কোনো শীতের রাতে লোডশেডিং হওয়া ঘরে চ