বৈঠকি র প্রি বুকিং করুন এবার আমাজনে ও, আর দেরি কেন? আজই লেখকের সই সহ আপনার টা সংগ্রহ করে ফেলুন।
- Saayan Sarkar
- Nov 27, 2023
- 1 min read
শুরু হয়ে গেছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা 'বৈঠকী'-র বইটির প্রি-বুকিং। প্রি-বুকিংয়ে থাকছে লেখকের স্বাক্ষর। নীচে রইলো সমস্ত ডিটেইলস।
১. প্রত্যেকটা প্রি-বুক কপিতে থাকবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্বাক্ষর। কোনো ফ্যাক্সিমিলি নয়। লেখক ৮৮ বছর বয়সে প্রত্যেকটা প্রি-বুক কপিতে অটোগ্রাফ দেবেন। নিজের আত্মজীবনীমূলক এই বইয়ে থাকছে শীর্ষেন্দুবাবুর নানা অজানা কাহিনি। প্রি-বুক করুন 9535399044 নম্বরে WhatsApp করে।
২. প্রি-বুক কপিতে থাকছে আকর্ষণীয় ২৫% ছাড়। বইটির মুদ্রিত মূল্য ১১৯৯ টাকা। প্রি-বুক করলে পড়বে ৮৯৯ টাকা। শিপিং চার্জ ৪৩ টাকা।
৩. সঙ্গে থাকবে স্পেশাল একাধিক বুকমার্ক।
৪. সঙ্গে থাকবে স্পেশাল একটি সংগ্রহযোগ্য পোস্টার।
কিভাবে প্রিবুক করবেন?
সরাসরি প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে প্রি-বুক করতে পারেন। অথবা 9535399044 নম্বরে WhatsApp করে প্রি-বুক করতে পারেন।
বৈঠকী
লেখক: শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রকাশক: Smell of Books Smell of Books Publication



























Comments