মেয়েটা আসলে কী চায়? টাকা? সে যে মন্দির থেকে চলে এসেছে এটা কি মন্দির কর্তৃপক্ষ জানে? এখন তিনি মেয়েটাকে নিয়ে মন্দিরে ফেরত যেতে পারেন, বস্তুত সেটা করাই বিধি। তিনি জিজ্ঞেস করলেন ‘তোমার নাম কী?’ ‘চন্দ্রম্মাল’ ‘দেখ, আমি মন্দিরের একজন ভক্ত, আমি…’ কথা শেষ হয় না তাঁর, চন্দ্রম্মাল নাতিউচ্চস্বরে বলে, ‘আপনি কে, কী করেন, মন্দিরে আপনার পরিচয় কী সব জেনেই এখানে এসেছি। আমি চাই না আমার মেয়ে আমার মতই একজন দেবদাসী হোক। আমার জীবন তো পালটে যাবে না। আমাকে দিনভোর মন্দির সাফাই করে, ফুল তুলে, মালা গেঁ