স্বাতী আর একবার চারিপাশে চোখ বুলিয়ে ঢুকে গেল ঘরে। দাদিসা নিজের টেবিলে বসলেন পাশের চেয়ারটা দেখিয়ে দিলেন স্বাতীকে। সে বসলে মিনিট কয়েক চুপচাপ বসে রইলেন দুজনে। তারপর দাদিসা বললেন,” বলো, কী তোমার জরুরি কথা বলার আছে।” স্বাতী কোন কথা বলার আগে, জামার ভিতর থেকে বার করে আনল কিছু কাগজপত্র। খুলে রাখল দাদিসার সামনে। দুষ্প্রাপ্য বন্যপ্রাণী পাচার নিয়ে কিছু সরকারি দলিল। দাদিসা প্রথমে অবহেলার সঙ্গে দেখলেও পরে বুঝলেন খুব গুরুত্বপূর্ণ নথি এগুলি। গুরুত্ব বুঝে স্বাতীর দিকে একবার তাকিয়ে ঝুঁক