top of page

SEPAHIGAON || সিপাহিগাঁও || Semima Hakim || Smell of Books Publication 

স্বাতী আর একবার চারিপাশে চোখ বুলিয়ে ঢুকে গেল ঘরে। দাদিসা নিজের টেবিলে বসলেন পাশের চেয়ারটা দেখিয়ে দিলেন স্বাতীকে। সে বসলে মিনিট কয়েক চুপচাপ বসে রইলেন দুজনে। তারপর দাদিসা বললেন,” বলো, কী তোমার জরুরি কথা বলার আছে।”

স্বাতী কোন কথা বলার আগে, জামার ভিতর থেকে বার করে আনল কিছু কাগজপত্র। খুলে রাখল দাদিসার সামনে। দুষ্প্রাপ্য বন্যপ্রাণী পাচার নিয়ে কিছু সরকারি দলিল। দাদিসা প্রথমে অবহেলার সঙ্গে দেখলেও পরে বুঝলেন খুব গুরুত্বপূর্ণ নথি এগুলি। গুরুত্ব বুঝে স্বাতীর দিকে একবার তাকিয়ে ঝুঁকে পড়লেন সেইসব নথিপত্রের ওপর। খুঁটিয়ে পড়ে আবার জিজ্ঞাসা করলেন,” এসব আমাকে দেখাচ্ছ কেন? আর এইসব গোপন তথ্য তুমিই বা পেলে কীভাবে?”

“ দাদিসা, কিছুদিন আগে এখানের জঙ্গল থেকে রেডপান্ডা পাচার করার চেষ্টা করা হয়েছিল বিদেশে। জানেন তো?”

“ হ্যাঁ, জানব না কেন? বুড়াবাবার অনুগ্ৰহ না হলে চোরাকারবারি আরও কত বন্য জীবজন্তু ধরে নিয়ে যেতো কে জানে?”

“বুড়াবার প্রসঙ্গে পরে আসছি। এখন একটা ভালো খবর শুনুন, সৌভাগ্য বশত, সেগুলি উদ্ধার করা সম্ভব হয়েছিল ডিপোর্ট হওয়ার আগেই।”

“ এ তো খুবই সুখবর স্বাতী! কিন্তু তার সঙ্গে আমার কিসের যোগ?”

“আপনার কোন যোগ নেই। তবে সেইসময় তদন্তের খাতিরে উঠে আসে জোরথাং ও সিপাহীগাঁওয়ের কথা। দীপ্ত আমার বন্ধু হওয়ায় এই দুটি জায়গার নাম আগেই শুনেছিলাম। তাই তদন্তের ভার পড়েছে আমার ওপর।”

“তোমার ওপর কেন? তুমি তো দীপ্তর সঙ্গে ডাক্তারি পড়ো। গোয়েন্দা হলে কীভাবে?”

“দাদিসা, পড়াশোনার সঙ্গে সঙ্গে আমি একটা গোয়েন্দা সংস্থায় কাজ করি। প্রাইভেট সংস্থা। তবে সরকারি গোয়েন্দা দফতরের সঙ্গে আমাদের ভালো যোগাযোগ আছে। বিভিন্ন সময় আমাদের সাহায্য নেয় সরকারি গোয়েন্দারা। তাদের কাছে ডিটেল শুনেছিল আমার সিনিয়ররা। “

“ তাহলে দীপ্তর বন্ধু সেজে গোয়েন্দাগিরি করতে এসেছ এখানে, বলো?”

“ ঠিক তাই না দাদিসা, তবে পুরোপুরি অস্বীকার করব, এতটা মিথ্যে কথা বলার ক্ষমতা আমার নেই। আমার নিজস্ব কারণ আছে এখানে আসার। পরে কোনদিন সময় ও সুযোগ হলে বলব আপনাদের সবাইকে। “

“তুমি আমাদের ওপর নজর রেখেছ বা বলা যেতে পারে আমরা তোমার নজরবন্দী!”

“ দাদিসা এসব কথা পরে হবে। একটা কথা জেনে রাখুন বিশাল বিপদ ঘনিয়ে এসেছে চৌহান প্যালেস সহ সিপাহীগাঁওয়ের ওপর। “

***********************************************†

#সিপাহিগাঁও উপন্যাসে দুটি সমান্তরাল সময়রেখা যেমন আছে, তেমনি আছে মিথ ও মিথ্যের টানাপোড়েন। যৌবনের যুক্তি দিয়ে মিথকে ফুৎকারে উড়িয়ে দেওয়ার ঔদ্ধত্য আবার প্রবীণের উদার স্থৈর্যে তারুণ্যকে পোষ মানানোর চেষ্টা। হারজিত পরের কথা তবে ফলাফল কী হয় জানতে পড়তে হবে আমার নতুন উপন্যাস #সিপাহিগাঁও 

প্রকাশক Smell of Books Publication 

প্রচ্ছদ রণি বসু


SEPAHIGAON || সিপাহিগাঁও || Semima Hakim
₹325.00₹260.00
Buy Now

Comments


bottom of page