সমুদ্র মন্থনে বিষ আর অমৃত দুটোই পাওয়া গেছিল,তারপর কোন দলের ভাগ্যে কোনটা জুটেছিল সেটা আমরা সবাই জানি। তবে সে সব পুরোটাই ছিল ঠকানো আর ঠকে যাওয়ার এক কাহিনী,কিন্তু সেই বিষ যদি কেউ স্বেচ্ছায় বেছে নেয় নিজের জন্যে?যদি গরল জ্বালায় জ্বলতেই নিজের তৃপ্তি খুঁজে নেয় কেউ? অথবা চুম্বক যেমন আকর্ষণ করে লোহাকে,অথবা লোভনীয় টোপের টানে যেমন মাছ এসে ধরা দেয় বঁড়শীর কবলে, তেমনই অন্তর্জাগতিক বিষের ফাঁদে যখন ছুটে এসে ধরা দেয় চারপাশে থাবা বাগিয়ে, চোখ রাঙিয়ে ফুঁসে বেড়ানো তীব্র থেকে তীব্রতর