Bishakto Manush || বিষাক্ত মানুষ || Abhishek Tito Chowdhury || Smell of Books Publication
- Saayan Sarkar
- Dec 28, 2025
- 1 min read

সমুদ্র মন্থনে বিষ আর অমৃত দুটোই পাওয়া গেছিল,তারপর কোন দলের ভাগ্যে কোনটা জুটেছিল সেটা আমরা সবাই জানি। তবে সে সব পুরোটাই ছিল ঠকানো আর ঠকে যাওয়ার এক কাহিনী,কিন্তু সেই বিষ যদি কেউ স্বেচ্ছায় বেছে নেয় নিজের জন্যে?যদি গরল জ্বালায় জ্বলতেই নিজের তৃপ্তি খুঁজে নেয় কেউ? অথবা চুম্বক যেমন আকর্ষণ করে লোহাকে,অথবা লোভনীয় টোপের টানে যেমন মাছ এসে ধরা দেয় বঁড়শীর কবলে,
তেমনই অন্তর্জাগতিক বিষের ফাঁদে যখন
ছুটে এসে ধরা দেয় চারপাশে থাবা বাগিয়ে, চোখ রাঙিয়ে ফুঁসে বেড়ানো তীব্র থেকে তীব্রতর হলাহল আর সেই দাবদাহে পুড়তে পুড়তেই যখন কেউ খুঁজে নেয় তার কাঙ্খিত পথ, তখনই তারা ঠাঁই করে নেয় এমনই কোনো সংকলনে।
"অসুখবেলা" র পর Abhishek Tito Chowdhury র জাদু কলমে আসছে আরো একটি ডার্ক বিষাক্ত সংকলন।




Comments