top of page

Saath Khun Maaf || সাত খুন মাফ || edited by Parag Bhunia || Smell of Books Publication

খুন দু-অক্ষরের শব্দ হলেও তার আবছায়া সুদীর্ঘ। এই বইয়ের পাতায় পাতায় যেসব খুনের উপাখ্যান বর্ণিত হয়েছে, সেগুলো কেবল রক্ত, অস্ত্র, কিংবা লাশের হিসেব নয়― মানবমনের তমস মানচিত্র। ভয়, লোভ, প্রতিশোধ, ভালোবাসা, ঈর্ষা— যে অনুভূতিগুলো সমাজের আবর্জনায় স্তূপীকৃত হয়ে পড়ে থাকে, খুন সেগুলোকে হঠাৎ নগ্ন করে দেয়।


এই গল্পসংকলনে অন্তর্ভুক্ত কোনো গল্পই তথাকথিত গোয়েন্দা গল্প নয়, গল্পের শেষে কোনো নৈতিক উপসংহার নেই। আছে শুধু সাতটি ভিন্নধর্মী কাহিনি― কিছু নির্মম, কিছু বিষণ্ন, কিছু ভয়ংকরভাবে বাস্তব। 


হে পাঠক, আপনিই এখানে মহামান্য বিচারক। সাদা-কালোর মাপকাঠিতে বিচার করুন এই সাতটি খুনের ধূসর ঘটনাপরম্পরা।


Saath Khun Maaf || সাত খুন মাফ || edited by Parag Bhunia
₹275.00₹206.00
Buy Now

Comments


bottom of page