Raktadantikar Bibhishika || রক্তদন্তিকার বিভীষিকা || Abhik Chakraborty || Smell of Books Publication
- Saayan Sarkar
- Jan 7
- 1 min read

এই বইয়ের প্রতিটি পাতায় অন্তর্নিহিত আছে এক অজানা রহস্য, যা পরবর্তীতে ভয়ের সঞ্চার ঘটায়। এই বইটিতে রয়েছে মোট দুটি গল্প, যেগুলি তন্ত্র ভিত্তিক হলেও একঘেয়ে ভয়ের গল্পের থেকে সম্পূর্ণ রূপে আলাদা। ভয়ের গল্প মানেই পাঠকের মনে প্রথম উঁকি দেয় ভুত, কিন্তু এই বই ভুতের নয়, অতিপ্রাকৃতিক কিছু ঘটনা ছেয়ে আছে বইজুড়ে। বাস্তবে যার ব্যাখ্যা করা সম্ভব নয়। "রক্তদন্তিকার বিভীষিকা" বইটির প্রথম গল্প অভিসম্পাত, যেখানে উঠতি বয়সের ছয় জন বন্ধু পাহাড়ের ডাকে সারা দিয়ে সম্মুখীন হয় এক প্রাচীন অভিশাপের। বইটির দ্বিতীয় গল্প রক্তদন্তিকার বিভীষিকা, এই গল্পে পাঠক উপলব্ধি করতে পারবে তিলে তিলে জমতে থাকা ক্ষোভ কিভাবে এক ভয়ংকর প্রতিশোধ স্পৃহায় পরিণত হয়। দেবী শব্দটির মাধ্যমে সকলের মনেই অপার ভক্তি ও পরম স্নেহের উদ্রেক হয়, কিন্তু সেই দেবীই যখন স্বয়ং বিপর্যয়ের রূপ নেয় এবং অকল্যাণে উদ্যত হয় তখন তার রূপ হয় ভয়ংকর। এমতবস্থায় দেবীর সন্তানই পারেন তাঁকে শান্ত করতে। ফলস্বরূপ মানুষের কল্যাণ সাধনের উদ্দেশ্যে আনীশ্বরের এই ধরাধামে আগমন।




Comments