Nidhan Parba || নিধনপর্ব || Suparna Chatterjee Ghoshal
- Saayan Sarkar
- Dec 28, 2025
- 1 min read

অপত্য! পৃথিবীতে যারা আমাদের জিনকে টিকিয়ে রাখবে। প্রকৃতির নিয়ম অনুযায়ী যে-কোনও জীবই সর্বান্তকরণে নিজের অপত্যকে রক্ষা করে। কিন্তু এমনও ঘটনা ঘটে, যখন জন্মদাতা বাবা, বা, মা তার সন্তানকেই বলি দিতে পিছপা হয় না। এমনই একটি ঘটনা নিয়ে আমাদের প্রথম কাহিনি।
দ্বিতীয় গল্প আমাদের প্রত্যেকের জীবনে বিশল্যকরণীর মতো নেমে আসা প্রেম সংক্রান্ত। কিশোর বয়স হোক, বা যৌবনের উপান্ত। প্রেমের জন্য লালায়িত হয় প্রত্যেকটা মন। বাস্তব জীবনের অপ্রাপ্তি মানুষকে টেনে নিয়ে যায় প্রেমের দিকে। সে ভাবে, ভালবাসা পেলে জীবনের ক্ষতমুখে প্রলেপ পড়বে। কিন্তু জীবক কী বলেছিলেন মনে আছে তো? যতই বিশল্যকরণী হোক, পরিমাণে অধিক হলে তা-ই হলাহলে রূপান্তরিত হয়। আর হলাহল গ্রহণের পরিণাম যে মৃত্যু, তা বোধ করি বলে দিতে হয় না!
নিধনপর্ব
লেখক: সুপর্ণা চ্যাটার্জী ঘোষাল
প্রকাশক: স্মেল অফ বুকস (Smell of Books Publication)
মুদ্রিত মূল্য : ₹225




Comments