top of page

মধ্যাহ্নে পুরোহিত পূজা শেষ করিয়া নৈবেদ্য ও দক্ষিণা লইয়া প্রস্থান করিলেন। বাজার ভাঙিলে বেলা দুইটার পর দোকানদারেরা আসরে ফরাস বিছাইবার আয়োজন করিতে লাগিল। আজ সন্ধ্যাকালে পাঁচালি আরম্ভ হইবে। রাঢ় হইতে এই পাঁচালির দল বায়না করিয়া আনা হইয়াছে। পাঁচালি ভিন্ন দুই রাত্রি যাত্রারও ব্যবস্থা হইয়াছে, কিন্তু ভালো দল বায়না করিয়