top of page

Araj-kahini || অরাজ-কাহিনি || Smell of Books Publication

পশ্চিমবঙ্গ—একটি রাজনৈতিক জতুগৃহের গল্প।

এই রাজ্য শুধু ভৌগোলিক বা সাংস্কৃতিক পরিচয়ের জন্য আলাদা নয়—বাংলার মাটি চিরকালই জ্বলেছে রাজনৈতিক জাগরণে, লড়াইয়ে, রক্তে, আর অভ্যুত্থানে। স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র পর্যায় থেকে শুরু করে ভাষা, ভূমি, শ্রম, শিক্ষা, ও পরিচয়ের জন্য একের পর এক বিদ্রোহে, বাংলাই বারবার দেখিয়েছে—কীভাবে একটি জাতি তার বিশ্বাস ও বেদনার জন্য জেগে উঠতে জানে।

ডাইরেক্ট অ্যাকশন ডে, গ্রেট ক্যালকাটা কিলিং, দেশভাগ—

এই শব্দগুলো শুধু ইতিহাসের পাতায় আটকে নেই, তারা এখনও ধোঁয়ার মতো ভাসে শহরের অলিগলিতে, মানুষের স্মৃতিতে। দেশ স্বাধীন হলেও, পশ্চিমবঙ্গের অস্থিরতা থামেনি। অর্থনৈতিক স্থবিরতা, কর্মসংস্থানের সংকট, কৃষক ও শ্রমজীবী মানুষের দীর্ঘশ্বাস—সব মিলিয়ে তৈরি হয়েছে এক বিস্ফোরক পটভূমি, যার ফল ছিল একের পর এক গণআন্দোলন।

খাদ্য আন্দোলন, ভূমি আন্দোলন, ছাত্র বিদ্রোহ, এবং নকশালবাড়ি।

বুলেট, বই আর পোস্টারে ভরপুর সেই সময় ইতিহাসের গভীরে হারিয়ে গেলেও, তার ধ্বনি এখনও সময়ের বুক চিরে উঠে আসে। এরপর শুরু হয় বামপন্থার উত্থান, দীর্ঘস্থায়ী শাসনকাল—যা আবার সিঙ্গুর-নন্দীগ্রামের রক্তে ধুয়ে যায়। আসে পরিবর্তনের হাওয়া—তৃণমূল কংগ্রেসের উত্থান।

কিন্তু রাজ্যে স্থিতি আসে না। ঘুরে ফিরে আবারও আন্দোলন, প্রতিরোধ, রাজনীতির নামে হিংসা— সবকিছু মিলিয়ে এই বাংলা যেন নিজেই একটি ইতিহাসচর্চার যুদ্ধক্ষেত্র।

আমাদের এই প্রচেষ্টা, সেই যুদ্ধক্ষেত্রের উপর ছড়িয়ে থাকা ছাই থেকে তুলে আনা ষোলোটি রক্তাক্ত বুলেট।

এগুলি কেবল ইতিহাস নয়, এ হল—কল্পনা, প্রতিবাদ, চেতনাসন্ধান এবং রাজনৈতিক রক্তক্ষরণের শিল্পস্মারক। লেখকদের কল্পনা ও উপলব্ধির ছোঁয়ায় তৈরি এই সংকলন বাস্তবের ছায়া হয়ে রয়ে যাবে অনেকদিন।

 

অরাজ-কাহিনি

সম্পাদনা - শিবশংকর চক্রবর্তী

প্রকাশক : Smell of Books Publication

মুদ্রিত মূল্য : ₹375

Araj-kahini || অরাজ-কাহিনি
₹375.00₹300.00
Buy Now

Comments


bottom of page