top of page

Dube Dekh Dekhi Mon || ডুবে দেখ দেখি মন || Soham Bagchi || Smell of Books Publication

ন'জন শিশুকে খুন করার অভিযোগে অভিযুক্ত, জেসি পোমেরয়। অবশেষে ১৯৩২ সালের উনিশে সেপ্টেম্বর মাসে, ব্রিজওয়াটার হসপিটাল ফর ক্রিমিনালি ইনসেন সংশোধনাগারে একাত্তর বছরের, একদা একাধিক শিশু ও নাবালক হত্যাকারী জেসি পোমেরয়ের মৃত্যু হয়। মৃত্যুর সময় সেই সাদা ডান চোখটা খোলা অবস্থাতে যেন ঘিরে থাকা শূন্যতাকে অবলোকন করেই মৃত্যুর মহাশূন্যের সাগরে বিলীন হয়ে গিয়েছিল।

নিজের জীবনে এতগুলো হত্যালীলার অধিনায়ক, জেসি পোমেরয়ের মধ্যে নিজের কৃত অপকর্ম নিয়ে কোনও গ্লানি কিংবা অনুশোচনা ছিল কিনা, সে কথা জানা যায়নি কখনও কিন্তু মাঝেইমধ্যেই সে বলে উঠত- "চামড়ার ওপর কালশিটের দাগ কিংবা কাটা জায়গা থেকে বেরিয়ে আসা কালচে লাল উষ্ণ তরল, আমায় একরকম অপার্থিব প্রশান্তি প্রদান করত। আমার মনে হত কোথাও গিয়ে একটা মানুষের জীবন এবং মৃত্যুর সিদ্ধান্তে থাকবে আমার স্বাক্ষর, জেসি পোমেরয়ের অটোগ্রাফ। সেই মুহূর্তে আমিই সব এবং এই পৃথিবীর যা কিছু, সবই তুচ্ছ। এই নেশা সর্বগ্রাসা, সর্বনাশী। I couldn’t help it."

কিন্তু বহু যুগ পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। এক প্যাটার্ন। ফ্লোরিডার সর্বাধিক জনবহুল শহর, জ্যাকসনভিলে, এড অস্টিন রিজিওনাল পার্কে আবারও এক নাবালকের মৃতদেহ পাওয়া যায়। দেহটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর জ্যাকসনভিলে একের পর এক শিশুর অন্তর্ধান হয়ে যাওয়ার ঘটনা সামনে আস্তে থাকে এবং কিছুদিন পর বিভিন্ন জায়গায় তাদের মৃতদেহ আবিষ্কৃত হয়। অধিকাংশ মৃতদেহের শরীরে প্রচন্ড প্রহারের কালশিটে দাগ, চামড়ার অনেকগুলো জায়গায় পিন ফোটানোর ক্ষতের মুখে লেগে থাকা জমাট বাধা শুকিয়ে যাওয়া রক্ত, গলার কাছে এবং হাতের কব্জির অংশে সুস্পষ্ট দড়ির দাগ দেখে তদন্ত বিভাগের ধারণা, আততায়ী ভিক্টিমদের শরীরটাকে কোনওকিছুর সাথে ঝুলিয়ে রেখেই চালিয়ে যাচ্ছে নারকীয় অত্যাচার।

তবে কি জেসি পোমেরয়ের পুনর্জন্ম হয়েছে? নাকি সেই খুনে মুখোশের আড়ালে কোনও মানসিক বিকারগ্রস্ত ভয়ঙ্কর খুনে অপরাধীর আভির্ভাব ঘটেছে এই শহরে?

সে কি সত্যিই কোনও অচেনা আগন্তু? নাকি এমন কেউ, যাকে সবাই চেনে অথচ তার মনের কালো দিকটা মানুষের জানার অগোচরেই রয়ে গিয়েছে?

ফরেনসিক স্কেচ আর্টিস্ট কার্টার টোরেস এবং অভিজ্ঞ পুলিশ অফিসার, কার্ল হিল কি খুঁজে বের করতে পারবে সেই, এস পি ডি বা স্যাডিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত সিরিয়াল কিলারকে?...

Smell of Books Publication


Dube Dekh Dekhi Mon || ডুবে দেখ দেখি মন || Soham Bagchi
₹225.00₹180.00
Buy Now

Comments


bottom of page