Raktakarabi Murders || রক্তকরবী মার্ডারস || Koushik Das || Smell of Books Publication
- Saayan Sarkar
- Dec 28, 2025
- 1 min read
থ্রিলার উপন্যাস
রক্তকরবী মার্ডারস
লেখক: কৌশিক দাশ

“ঘুম ভেঙে উঠে মেয়েটি বুঝতে পারে, সে যা দেখেছে, তা স্বপ্ন নয়—তা ভবিষ্যৎ।”
শান্তিনিকেতনের শান্ত পরিবেশ, রবীন্দ্র-সংস্কৃতির আবহে অভ্যস্ত একটি শহর—সেইখানেই হঠাৎ নেমে এল মৃত্যুর ছায়া। পরপর দু’টি খুন। খুনের পদ্ধতি এক—প্রথমে করবীর বিষ প্রয়োগ, তারপর ধারালো অস্ত্র দিয়ে ছিন্নভিন্ন করা হয় তলপেট। শিকার? সমাজে প্রভাবশালী দুই ব্যক্তি।
আর ঠিক আগের রাতেই সেই খুন দু’টির বিস্তারিত দৃশ্য দেখেছিল এক কিশোরী তার স্বপ্নে।
পরদিন যখন সব সত্যি হয়ে যায়, কেঁপে ওঠে তার ভেতরের জগৎ।
এই ঘটনা শুধু শান্তিনিকেতন নয়, সারা রাজ্যকে নাড়িয়ে দেয়। রাষ্ট্রপতি পর্যন্ত বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে হেডলাইন—
“Oleander Murders at the Abode of Peace.”
এর ঠিক সাত বছর পরে, সেই ভয়াল স্বপ্ন আবার ফিরে আসে।
সঙ্গে নতুন খুনও।
ততদিনে মেয়েটি বড় হয়েছে। বয়স ২১। কিন্তু এখনও তার মধ্যে লুকিয়ে রয়েছে সেই আগাম দেখার ক্ষমতা।
তা কি অলৌকিক?
নাকি কেউ বা কিছু তাকে রক্ষা করছে, তার সঙ্গে কথা বলছে...
...তাকে জানিয়ে দিচ্ছে বিপদের ভবিষ্যদ্বাণী?
এই রহস্যের পেছনে কি রয়েছে কোনও সিরিয়াল কিলার?
না কি ছদ্মবেশী কেউ, যাকে চেনা যায় না সাধারণ চোখে?
আর শান্তিনিকেতনের রক্তকরবী—তার সঙ্গে এই খুনগুলোর সম্পর্ক কী?
‘রক্তকরবী মার্ডারস’ কেবল একটি থ্রিলার নয়—এ এক মনস্তাত্ত্বিক রহস্যকাব্য।
আত্মা, অতিপ্রাকৃত, স্মৃতি, প্রতিশোধ, এবং ভবিষ্যদর্শনের ছায়ায় মোড়া এক বিস্ময়কর কাহিনি—যে গল্প পাঠকের রক্ত গরম করে তুলবে এবং শেষ পাতা পর্যন্ত টানটান উত্তেজনায় বেঁধে রাখবে।
এখনই অর্ডার করুন।
রক্তকরবী মার্ডারস
প্রকাশক : Smell of Books Publication
মুদ্রিত মূল্য : ₹৩৯৯




Comments