Smaragaralakhandang || স্মরগরলখণ্ডনং || Shubhadeep Roychowdhury || Smell of Books Publication
- Saayan Sarkar
- Dec 28, 2025
- 1 min read

স্মরগরলখণ্ডনং — এক রহস্যে মোড়া ঐতিহাসিক উপাখ্যান
আট শতাব্দী পেছনে ফিরে তাকালেই দেখা যায় এক সংকটময় সময়। বাংলার দিগন্তজুড়ে বেজে উঠেছে লুটেরাদের অশ্বক্ষুরের ধ্বনি। বহিরাগত শক্তি ছুটে আসছে সব কিছু গুঁড়িয়ে দিতে—হিন্দু, বৌদ্ধ ও কৌম বিশ্বাসের সম্মিলিত সাংস্কৃতিক ঐতিহ্যকে মুছে দিতে চায় তারা।
এই দুঃসময়ের মাঝেই এক অদ্ভুত দ্বৈততা—একদিকে শিল্প, সঙ্গীত ও সাহিত্যের অন্তিম দীপ্তি। সেই আলোতেই রচিত হচ্ছে আর্যা সপ্তশতী, পবনদূত, আর সর্বোপরি গীতগোবিন্দ। অপরদিকে, সমাজে দানা বাঁধছে অন্ধ তন্ত্র, কুসংস্কার, ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার ছায়া।
এই ঐতিহাসিক পটভূমিকায় গড়ে উঠেছে স্মরগরলখণ্ডনং—একটি রহস্য উপন্যাস, যেখানে ইতিহাস ও কাব্যের সম্মিলনে বোনা হয়েছে প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা আর অন্ধকারের গল্প।
নাটকীয়তার ছায়া পড়েছে আধুনিক পদার্থবিজ্ঞান, গণিত ও দার্শনিক চিন্তাধারার উপরেও। চরিত্ররা যেন সময়ের ছায়া—আলো-অন্ধকারের খেলা।
কুমারদত্তের মৃত্যু—তা কি নিছক দুর্ঘটনা, না এক সুপরিকল্পিত হত্যাকাণ্ড?
আর কবিবর জয়দেব, তিনি কি জানতেন সেই রহস্য?
আপনি পারবেন কি তাঁর আগেই সমাধানে পৌঁছাতে?
এটি একটি ফেয়ার প্লে মিস্ট্রি। সব সূত্র আছে। শুধু চোখ খুলে দেখার অপেক্ষা।
স্মরগরলখণ্ডনং
শুভদীপ রায়চৌধুরী
প্রকাশক : Smell of Books Publication
মুদ্রিত মূল্য : ₹225




Comments