Surjo Dobar Por || সূর্য ডোবার পর || Nirban Ray || Smell of Books Publication
- Saayan Sarkar
- Dec 28, 2025
- 1 min read

অতর্কিতে আপনাদের পিলে চমকে দেওয়া এ হররের উদ্দেশ্যে না। এ হরর গাঁকগাঁক করে চ্যাল্লায় না। রান্নাঘরের জানলার ওধারে, কচুবনের আঁধারে ওঁৎ পাতে। ওঁৎ পাতে বন্ধ ইস্কুলের করিডরে। কচুরিপানার মেছো ঘ্রাণে। বর্ষাবিকেলে গুমরে থাকা চিলেকোঠায়। ডিমি বেয়ে ওঠে কেন্নোর মত।
এ বই নিছকই ভূতের গল্প না। ফোকলা ঠাম্মার বলা ভূতের গপ্পের পরের নিস্তব্ধতা বুকে আঁকড়ে বাঁচে এই বই।
সুর্য ডুবে যাওয়ার পরের জগতে আপনাদের স্বাগত জানাই।
আর একটা আবদার। দিনের বেলা পড়বেন না প্লিজ।
পাঠকের বহু অপেক্ষার নির্বাণ রায়ের যাবতীয় প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্ত মনস্ক হরর গল্পগুলোকে নিয়ে আসা হলো দুই মলাটের মধ্যে। যেখানে "সন্ধ্যে নামার পর" এবং "মরা কোকিলের কান্না" ছাড়াও থাকছে লেখকের আরও বেশ কিছু বড় গল্প এবং উপন্যাসিকা।
সূচীপত্র:
ছোট গল্প - ১) ঘোর। ২) বীভৎস। ৩) ডাক। ৪) দরজা। ৫) ঘুড়ি। ৬) অন্ধকার। ৭) নেক্রোফিলিয়া। ৮) সুখেনের জ্যাঠা।
বড় গল্প - ৯) মঙ্গল। ১০) মাঝিপুর ডায়রি। ১১) জুঁইফুলের গন্ধ।
উপন্যাস - ১২) তৃষ্ণা
বিনু সিরিজের গল্প - ১) বিনু আর ওরা। ২) মানত। ৩) মুরগিচোর।
বিনু সিরিজের উপন্যাস - ৪) মরা কোকিলের কান্না।
Smell of Books Publication




Comments