top of page

Onisiddho || অনিষিদ্ধ || Edited by Suparna Chatterjee Ghoshal || Smell of Books Publication

অনিষিদ্ধ - “বিকৃত যৌনতা কী?”— এই প্রশ্নের উত্তর কখনওই সরল নয়।

কারণ, সভ্য ও প্রগতিশীল সমাজ যাকে গ্রহণ করে, তাকে আর বিকৃত বলা চলে না।

দেশ–কাল–সমাজের প্রেক্ষাপট পাল্টালে যৌনতার সংজ্ঞা যেমন বদলায়, তেমনি বদলায় ‘বিকৃত যৌনতা’র ধারণাও।

তবে একথা নির্দ্বিধায় বলা যায়—

বিনা সম্মতিতে সংঘটিত যৌনাচার—যেমন শিশু যৌননিগ্রহ,

অথবা সমাজ ও রাষ্ট্রের স্বাভাবিক শৃঙ্খলা নষ্টকারী আচরণ—যেমন অজাচার—

এসবকেই আপাতত ‘বিকৃত যৌনতা’ বা প্যারাফিলিয়া হিসেবে ধরা হয়।

কিন্তু বাকি সবকিছু?

যেমন—

জড় পদার্থের সঙ্গে যৌনাচার,

কিংবা মৃতদেহের সঙ্গে সঙ্গম—

এসবকে অনেকে বিকৃত বলতে নারাজ।

তাহলে প্রশ্ন জাগে—যৌনতা, তা যতই ব্যতিক্রমী হোক না কেন, তাকে কি আদৌ নিষিদ্ধ বলা যায়?

না। যাবে না।

বরং তারা—“অনিষিদ্ধ।”

বইটির বিশেষত্ব

বাংলা সাহিত্যে প্যারাফিলিয়া-নির্ভর ফিকশন সংকলন এর আগে খুব একটা দেখা যায়নি।

এই সংকলনে জায়গা পেয়েছে বিভিন্ন প্যারাফিলিয়া-সংক্রান্ত সতেরোটি গল্প।

এখানে কনটেন্টই মূল—যা পাঠককে এক অচেনা, বিতর্কিত অথচ বাস্তব জগতের মুখোমুখি দাঁড় করাবে।

অনিষিদ্ধ

সম্পাদনা: সুপর্ণা চ্যাটার্জী ঘোষাল

প্রকাশক: Smell of Books Publication

মুদ্রিত মূল্য : ₹499

Onisiddho || অনিষিদ্ধ || Edited by Suparna Chatterjee Ghoshal
₹499.00₹399.00
Buy Now

Comments


bottom of page