Unomanush || ঊনমানুষ || Suparna Chatterjee Ghoshal || Smell of Books Publication
- Saayan Sarkar
- Dec 28, 2025
- 1 min read

অলৌকিকতা আর বাস্তবের যে সূক্ষ্ম সীমারেখা আমাদের মনের ভেতরে টানা থাকে, "ঊনমানুষ" বারবার সেই রেখা অতিক্রম করার চেষ্টা—আবার বারবার ফিরে আসার আখ্যান।
এই উপন্যাস কোনও গল্প নয়।
ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিদিন এমন সব ঘটনা ঘটে যা শুনলে মনে হয়— "এ তো কল্পনা!"
কিন্তু বাস্তবটা হয়তো এতটাই ভয়ংকর, যে তাকে গল্প বলে চালিয়ে দেওয়াই আমাদের আত্মরক্ষার পথ।
উপন্যাসের পটভূমি ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এক প্রত্যন্ত গ্রাম।
সেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে এক আঞ্চলিক অপদেবতা ‘কালাদেও’-কে আরাধনা করে একটি পরিবার—তাদের সমৃদ্ধির জন্য।
শর্ত একটাই—কালাদেও যেন কখনও চৌকাঠের ভেতরে না আসে!
কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে তাকে ডেকে আনে?
যদি সে শিকড় গেড়ে বসে পরিবারতন্ত্রের অন্তর্গত অন্ধকারে?
পুরুষতান্ত্রিক নিষ্ঠুরতার ঘেরাটোপে আটকে থাকা কয়েকজন নারীর জীবনে এক ভয়াল পরিবর্তনের শুরু।
তাদের মধ্যেই জন্ম নেয় অপদেবতা।
অপদেবতা?
নাকি এই ভয়ালের বিরুদ্ধে আরেক ভয়ংকর শক্তির জেগে ওঠা?
"ঊনমানুষ" — এক অন্যরকম ত্রাস, এক অন্যরকম প্রতিশোধ।
অন্ধ বিশ্বাস, শোষণ আর নারীর অভ্যুত্থানের এই কাহিনি আপনাকে ছুঁয়ে যাবে গভীরে।
ঊনমানুষ
সুপর্ণা চ্যাটার্জি ঘোষাল
প্রকাশক : Smell of Books Publication
মুদ্রিত মূল্য : ₹225




Comments