পশ্চিমবঙ্গ—একটি রাজনৈতিক জতুগৃহের গল্প। এই রাজ্য শুধু ভৌগোলিক বা সাংস্কৃতিক পরিচয়ের জন্য আলাদা নয়—বাংলার মাটি চিরকালই জ্বলেছে রাজনৈতিক জাগরণে, লড়াইয়ে, রক্তে, আর অভ্যুত্থানে। স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র পর্যায় থেকে শুরু করে ভাষা, ভূমি, শ্রম, শিক্ষা, ও পরিচয়ের জন্য একের পর এক বিদ্রোহে, বাংলাই বারবার দেখিয়েছে—কীভাবে একটি জাতি তার বিশ্বাস ও বেদনার জন্য জেগে উঠতে জানে। ডাইরেক্ট অ্যাকশন ডে, গ্রেট ক্যালকাটা কিলিং, দেশভাগ— এই শব্দগুলো শুধু ইতিহাসের পাতায় আটকে নেই, তারা এখনও ধোঁয়ার মত